আমি বর্তমানে নিজের ক্যারিয়ার নিয়ে খুব বেশি দুঃশ্চিন্তায় আছি। ভালো লিঙ্কাপ এবং পরিচিতি কম থাকার কারনে সেই ভাবে অনেক কিছুই গুছিয়ে উঠতে পারছি না। এই বছরেই অনার্স শেষ করলাম এবং রেজাল্ট পাবলিশ হয়েছে। যার কারনে দুঃশ্চিন্তার পরিমান অধিক পরিমানে বেড়ে গেছে। ধীরে ধীরে হতাশায় নিমজ্জিত হয়ে যাচ্ছি।
আমি অল্প করে আমার কোয়লিফিকেশন এবং স্কিল এর সংক্ষিপ্ত একটি বর্ণনা দিচ্ছি।
এডুকেশনঃবি.এ. (ইংরেজী) (২০২০)
স্কিলঃ১. ওয়েব ডেভেলপমেন্ট ( HTML,CSS টাই মোটামোটি পারি আপাতত, বাকি গুলো শিখতেসি)
২. গ্রাফিক ডিজাইন (ক্লিপিং পাথ সেক্টরে একটা কোম্পানীতে কাজ করেছি প্রায় দুই বছরের উপরে এছাড়াও টুকটাক ইলাস্ট্রেটর এর অভিজ্ঞতাও আছে)
৩. ডিজিটাল মার্কেটিং ("লার্নিং এন্ড আর্নিং থেকে ডেভেলপমেন্ট" থেকে অনলাইনে ডিজিটাল মার্কেটিং এর উপরে একটা কোর্স সম্পন্ন করেছি ২০২০ সালে)
৪. অফিস ম্যানেজমেন্ট এন্ড এপ্লিকেশন ("অফিস ম্যানেজমেন্ট এন্ড এপ্লিকেশন " এই কোর্স টা করা হয়েছে যুব উন্নয়ন কেন্দ্রের সরকারী শাখা থেকে)
৫. এছাড়াও কমিউনিকেশন স্কিল ডেভেলপমেন্ট করেছি। মোটামটি যেকোন সিচুয়েশনে কথা বলার সামর্থ্য রাখি।
৬. অনেক বেশী টেক ফ্রেন্ডলি মানুষ আমি। যেকোন নতুন কিছুই শেখার প্রবল আগ্রহ আছে আমার। এজন্যই বিভিন্ন জিনিস এক্সপ্লোরে করি সেটা শেখার চেষ্টা করি (যার মধ্যে অন্যতম একটা টরেন্টিং, কারন আমার পরিচিত কেউ ই টরেন্ট এর কিছুই বোঝে না। আমি ই নিজে নিজে শিখেছি সব)
আমি এখন অনেক বেশী কনফিউজড। করণার কারনে জবের অবস্থাও খুব ই ভয়াবহ। বিডিজবসে এপ্লাই করার মত তেমন কোন সার্কুলার ও পাচ্ছি না। বা এপ্লাই করলেও ইন্টাইভিউ কল পাই না। এমতাবস্থায় আমি ভয়াবহ রকমের দুঃশ্চিন্তায় আছি যে কি করবো। যেহেতু এখানকার অনেকেই অনেক আইটি ফার্ম এবং প্রতিষ্ঠানের সাথে জড়িত তাই তারা ইচ্ছা করলে বিভিন্ন ভাবে হেল্প করতে পারেন, কারন আমি অনেক ফাস্ট লার্নার যেকোন কাজ ই আমি খুব কম সময়েই আয়ত্তে আনতে পারি। এছাড়াও যদি আপনাদের কোন গ্রুপ থাকে যারা একসাথে কাজ নামান তারা যদি আমাকে যুক্ত করে নিতেন খুব বেশী উপকার হতো। আমি এমনিতেই একটু লাজুক স্বভাবের মানুষ। কারো কাছ থেকে সহজে কিছু চাই না। কিন্তু এখানে লজ্জা ভুলে বাধ্য হয়ে সহযোগিতা কামনা করছি। এছাড়াও যেকোন ধরনের পরামর্শ চাইলে দিতে পারেন যেন আমি এই সমস্যা থেকে পাশ কাটিয়ে উটতে পারি।
_______________________________________________
Please appreciate for deeds! Because everything is not like sleeping easy............