আমরা বেশিরভাগই ইংরেজীতে কাচা। ইংরেজী লেখতে গেলে হাত পা কাপাকাপি অবস্থা হয়ে যায় অনেকেরই। তাছাড়া গ্রামারটিক্যাল অনেক ভুলগুলোও থেকেই যায়, আর বানান ভুলের কথা নাই বা বললাম। এসকল কিছুর সমাধান হচ্ছে Grammarly
এটিকে আপনি মাইক্রোসফট অফিসের পাশাপাশি আপনার Chrome ব্রাউজারেও এড করে নিতে পারবেন। এটি প্রায় ২৫০ ধরনের গ্রামারটিক্যাল ভুল ধরতে পারে। ব্রাউজারে সাবলিলভাবে নির্ভুল ইংরেজী লেখায় এর জুড়ি নেই।
ভুল ধরার পাশাপাশি নতুন নতুন শব্দ ব্যবহার করার সাজেশনও দেয় Grammarly আমি মোটামোটি ২ বছর ধরে ব্যবহার করে আসছি এটির ফ্রি এডিশন। খুবই সেটিসফাইড। যারা বিভিন্ন ইংরেজি ব্লগে মন্তব্য করার ইচ্ছে থাকা সত্ত্বেও করেন না ভুল টুল হবে ভেবে তাদের জন্য এটি আশির্বাদস্বরূপ।
Can anyone give me a premium account? I have not the ability to purchase this. For my academic writing, I need one. If anyone help me, I will be too much grateful.