আনলিমিটেড গুগল শেয়ার্ড ড্রাইভ নিতে অনেকেই দেখলাম অনেকেই আগ্রহ দেখাচ্ছে। যদিও এটাতে খুব একটা লাভ নেই কারণ এই ড্রাইভগুলোর কোনো গ্যারান্টি থাকে না যে কতদিন থাকবে। তাও দেখলাম অনেকেই টাকা দিয়েও কিনতেছে। আমি তাই ফ্রিতে দিতে চাচ্ছি। কেউ নিতে চাইলে নিচের দেওয়া ফরমটিতে ইমেইল এবং যেই নামে নিতে চান সেটা সাবমিট করেন আমি যতদ্রুত সম্ভব দিয়ে দেওয়ার চেষ্টা করবো।
আপনারা চাইলে আমার টেলিগ্রাম গ্রুপে জয়েন করে সাবমিট করার পরে একটা মেসেজ দিয়ে রাখতে পারেন আমি দেওয়া হলে ওখানেই মেনশন করে জানাবো।
একটা বিষয় খেয়াল রাখবেন, আমি আগেই বলে দিছি যে এইগুলোর কোনো গ্যারান্টি নেই যে কতদিন থাকবে, আমার অনেকগুলো প্রায় ৩ বছর ধরে আছে আবার কিছু কিছু নাই হয়ে গেছে।
তবুও যারা নিতে চান তারাই নিচের ফরমে ইমেইল দিবেন।
টেলিগ্রাম গ্রুপে জয়েন করে থাকলে আমি ওখানে মাঝে মাঝেই যা কিছুর সন্ধান পাবো তা ফ্রিতে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ।
গুগল ফর্ম:
https://forms.gle/NA7NwQzcx1B8qEiA7টেলিগ্রাম গ্রুপ:
https://t.me/WeAreFreebies